News71.com
 Sports
 27 Jul 22, 10:02 PM
 1045           
 0
 27 Jul 22, 10:02 PM

রহমতগঞ্জকে হারিয়ে এক ধাপ এগোল শেখ রাসেল।।

রহমতগঞ্জকে হারিয়ে এক ধাপ এগোল শেখ রাসেল।।

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়ে পয়েন্ট তালিকায় এক ধাপ এগিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।  আজ বুধবার মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে শেখ রাসেল। ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে বেশকিছু আক্রমণের শানায় শেখ রাসেল। তবে গোল পেতে ৩৬তম মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় দলটিকে। ডান প্রান্ত দিয়ে ইসমাইল আকিনাদের বাড়িয়ে দেওয়া বল বক্সের ভেতরে পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে ক্রস দেন গাডজের দিকে। ছোট ডি-বক্সের জটলায় বল পেয়ে দারুণ দক্ষতায় বল জালে জড়িয়ে দেন ঘানাইয়ান স্ট্রাইকার। এগিয়ে থাকার স্বস্তি নিয়েই বিরতিতে যায় শেখ রাসেল।

দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণে উঠে আসে শেখ রাসেল। এর মধ্যে ৫৬তম মিনিটে রহমতগঞ্জের জাল কাঁপান গাডজে। কিন্তু অফসাইডের বাঁশি বাজান রেফারি। ৬৬তম মিনিটে ফের ব্যবধান বাড়ায় শেখ রাসেল। এবার মাঝমাঠ থেকে বাড়িয়ে দেওয়া বল নিয়ে ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে আসেন আকিনাদে। বক্সের ভেতরে এক ডিফেন্ডারকে কাটিয়ে তিনি বল বাড়িয়ে দেন ছোট ডি-বক্সের সামনে থাকা দীপকের দিকে। গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকানোর চেষ্টা করলেও বল তাকে ফাঁকি দিয়ে দীপকের আলতো টোকায় আশ্রয় নেয় জালে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন