News71.com
 Sports
 28 Jul 22, 01:52 PM
 699           
 0
 28 Jul 22, 01:52 PM

বিদেশি কোচ না থাকা সমস্যা নয়।।নিগার সুলতানা

বিদেশি কোচ না থাকা সমস্যা নয়।।নিগার সুলতানা

স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে, নিজেদের দর্শকের সামনে বিশ্বকাপ খেলবে বাংলাদেশের নারীরা। খবরটা জানার পর থেকেই আনন্দে উদ্বেলিত নারী ক্রিকেট শিবির। উচ্ছ্বাসটা লুকান নি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি'ও। অকপটেই শিকার করলেন, নিজেদের স্কিল এবং ফিটনেসে উন্নতি এনে চ্যালেঞ্জটা নিতে চান পুরোপুরি। ব্যাটিং গভীরতায় সমস্যা থাকলেও, তা উত্তরণ সম্ভব বলে মনে করেন তিনি। দল আগের চেয়ে অনেক বেশি সংগঠিত থাকায়, বিদেশি কোচিং স্টাফের অভাবটা ভোগাবেনা বলেও বিশ্বাস ক্যাপ্টেনের। ২০১১'তে ভারত-শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে প্রথমবার বিশ্ব আসর আয়োজনের উত্তেজনা ছুঁয়ে গিয়েছিল বাংলাদেশকে। পরে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্ব আসর এককভাবে আয়োজন করে নিজেদের সামর্থ্যের কথা জানান দেয় ক্রিকেট বোর্ড। এরপর দীর্ঘ দিনের অপেক্ষা, দ্বিপাক্ষিক সফর, আঞ্চলিক টুর্নামেন্ট কপালে জুটলেও, একটা বিশ্ব আসরের অভাববোধ ছিল ভেতরে ভেতরে। অবশেষে, আইসিসির সভা থেকে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্ব আসরের স্বাগতিক হওয়ার খবর পেল লাল সবুজের দেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন