News71.com
 Sports
 30 Jul 22, 10:14 AM
 881           
 0
 30 Jul 22, 10:14 AM

মালদ্বীপকে উড়িয়ে দিল বাংলাদেশ।।

মালদ্বীপকে উড়িয়ে দিল বাংলাদেশ।।

স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়রথ ছুটছেই। শ্রীলঙ্কা ও ভারতের পর এবার মালদ্বীপকেও হারালো বাংলাদেশের যুবারা। আজ শুক্রবার ভারতের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে মালদ্বীপকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের হয়ে দারুণ এক হ্যাটট্রিক করেছেন মিরাজুল ইসলাম। এক গোল রফিকুল ইসলামের।  এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারানোর পর ভারতকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ পল থমাস স্মলির দল।

আজ শুরু থেকেই আক্রমণাত্মক বাংলাদেশ দল। মিরাজ-পিয়াসদের আক্রমণ সামলাতেই হিমশিম খায় মালদ্বীপের রক্ষণভাগ। আক্রমণের ধারা বজায় রেখে ১৯ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের ডান দিক থেকে পিয়াস আহমেদ নোভার ক্রস গোলকিপার ঝাঁপিয়ে ফিরিয়ে দিলে খুলে যায় গোলের মুখ। ফিরতি বল জালে পাঠান মিরাজ। ২২তম মিনিটে মিনিট বাদেই ব্যবধান বাড়ায় বাংলাদেশ। এবারও গোল করেন মিরাজ। ডান দিক থেকে রফিকুলের ক্রস বক্সের বাম প্রান্ত থেকে মুরশেদ আলী হেডে বাড়িয়ে দেন গোলমুখে। মালদ্বীপের গোলকিপার ও দুই ডিফেন্ডারের মাঝখান থেকে মিরাজের প্রথম শট ক্রসবারে লেগে ফিরে এলেও ফিরতি শট জালে জড়াতে ভুল করেননি তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন