
স্পোর্টস ডেস্কঃ ক্লাব ছাড়ার গুঞ্জনকে একপাশে ঠেলে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু মাঠে আহামরি কোনো ছাপ রাখতে পারলেন না পর্তুগিজ উইঙ্গার। তার এমন নিষ্প্রভ থাকার ম্যাচটিতে জয়ের মুখ দেখেনি ম্যানচেস্টার ইউনাইটেডও। প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে নিজেদের শেষ ম্যাচে রায়ো ভায়োকানোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রেড ডেভিলরা। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইউনাইটেডের আগের সব প্রাক-প্রস্তুতি ম্যাচ না খেলা রোনালদোকে ঘিরে ট্রান্সফার মার্কেটে তুমুল আলোচনা চলছিল। ইংলিশ জায়ান্টরা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হারানোয় নতুন কোনো ঠিকানা খুঁজছিলেন তিনি; এমনটাই শোনা যাচ্ছিল।
এমনকি আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তার চুক্তির সম্ভাবনা ছিল বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেসবের কিছুই সত্যি হয়নি। বরং ঠিকই ছুটি কাটিয়ে মাঠে নেমে পড়েছেন পর্তুগিজ ফুটবলের যুবরাজ। এতদিনের গুঞ্জন সত্ত্বেও মাঠে নামার সময় রোনালদোকে তুমুল করতালিতে অভ্যর্থনা জানায় দুই দলের সমর্থকরা। ৪৫ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন তিনি। এর মাঝে একবার গোলের সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনালদো। তবে তার মাঠে নামার কারণে দলবদলের গুঞ্জনে কিছুটা ভাটা পড়লো বলেই ধারণা করা হচ্ছে। কিন্তু আগামী ৭ আগস্ট ব্রাইটনের বিপক্ষে মৌসুমে দলটির প্রথম লিগ ম্যাচে তার একাদশে সুযোগ পাওয়া এখনও অনিশ্চিত।