
স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বিয়েটা সেরেই ফেললেন অস্ট্রেলিয়ার সিনিয়র টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স। পাত্রী তার দীর্ঘদিনের বান্ধবী বেকি বোস্টন। বাইরন বে’তে জাঁকজমকপূর্ণভাবে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং সতীর্থরা।
অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স নিউ সাউথ ওয়েলস রাজ্যের উপকূলীয় শহর বাইরন বে’তে বাগদত্তা বেকি বোস্টনকে বিয়ে করেছেন। এই দম্পতির একটি ৯ মাস বয়সী ছেলে রয়েছে। তার নাম অ্যালবি। ২০২০ সালের জুন মাসে দুজনেই বাগদান সেরেছিলেন। পরিবারের সদস্যরা ছাড়াও এই বিয়েতে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার নাথান লায়ন ও তার স্ত্রী এমা ম্যাকার্থি। ট্র্যাভিস হেডও তার স্ত্রীর সঙ্গে বিয়েতে উপস্থিত ছিলেন।বাইরন বে’তে কামিন্স-বেকির বিয়ে যেখানে হয়েছে সেটি প্রিমিয়াম প্রপার্টি। সেখানে এক রাতে থাকার ভাড়া সাত হাজার ডলার।সুইমিং পুল, টেনিস কোর্ট এবং চারটি বেডরুম ছাড়াও এই বাংলোতে প্রচুর গেস্ট রুম রয়েছে। এরকম বাংলোয় হলিউড সুপারস্টার ম্যাট ডেমন করোনায় আক্রান্ত হওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে আইসোলেশনে ছিলেন।