News71.com
 Sports
 02 Aug 22, 12:18 PM
 1495           
 0
 02 Aug 22, 12:18 PM

দাবা অলিম্পিয়াডে ব্রাজিলকে রুখে দিল বাংলাদেশ।।

দাবা অলিম্পিয়াডে ব্রাজিলকে রুখে দিল বাংলাদেশ।।

স্পোর্টস ডেস্ক: দাবা অলিম্পিয়াডের চতুর্থ রাউন্ডে ব্রাজিলের বিপক্ষে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। সোমবার (১ আগষ্ট) ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ পয়েন্টে ড্র হয়। একইদিনে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে হারে নারী বিভাগ। ওপেন বিভাগে বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমান জয় তুলে নিয়েছেন। হেরেছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। এর মধ্যে তাহসিন এক পর্যায়ে ড্রয়ের অবস্থায় থাকলেও টাইম প্রেসারে হার না মানলে বাংলাদেশ পেয়ে যেতো ব্রাজিলের বিপক্ষে জয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন