
স্পোর্টস ডেস্কঃ প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানের হার।দ্বিতীয়টিতে বাংলাদেশ জিতেছে ৭ উইকেটের ব্যবধানে। তাতে তিন নম্বর ম্যাচটা হয়ে গেছে সিরিজ নির্ধারণী। এই ম্যাচে বাংলাদেশকে একাদশে বদল আনতে হচ্ছে অনুমিতভাবেই।
হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে নেই প্রথম দুই ম্যাচের অধিনায়ক নুরুল হাসান সোহান। আঙুলের চোটে ছিটকে গেছেন তিনি। তাকে ছাড়া খেলতে নেমে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শেষ ম্যাচের স্কোয়াডে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদ আছেন একাদশে, এছাড়া ফিরেছেন নাসুম আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অভিষেক হচ্ছে পারভেজ হোসেন ইমনের। দেশের ৭৬তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে তার। এই ব্যাটার সুযোগ পেয়েছেন মুনিম শাহরিয়ারের জায়গায়। সোহান ইনজুরিতে নেই, এছাড়া বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম। আগের দুই ম্যাচের মতো শেষটিতেও টসে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করবে জিম্বাবুয়ে।