News71.com
 Sports
 19 Aug 22, 10:24 PM
 302           
 0
 19 Aug 22, 10:24 PM

কাতার বিশ্বকাপের ২৪ লাখ টিকিট বিক্রি।।

কাতার বিশ্বকাপের ২৪ লাখ টিকিট বিক্রি।।

 

 

স্পোর্টস ডেস্কঃ ঘনিয়ে আসছে কাতার বিশ্বকাপের দিনক্ষণ। বৈশ্বিক এই আসর ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনাও দিন দিন বাড়ছে। সেই উন্মাদনা এতটাই যে, এরইমধ্যে ২৪ লাখ ৫০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ফিফা জানিয়েছে, গত ৫ থেকে ১৬ জুলাই পর্যন্ত সর্বশেষ ধাপে বিক্রি হয়েছে ৫ লাখেরও বেশি টিকিট। ফিফা আরও জানিয়েছে, গ্রুপ পর্বের জন্য সবচেয়ে বেশি টিকিট বরাদ্দ করা হয়েছে ব্রাজিল-ক্যামেরুন, ব্রাজিল- সার্বিয়া, পর্তুগাল-উরুগুয়ে, কোস্টারিকা- জার্মানি এবং অস্ট্রেলিয়া-ডেনমার্ক ম্যাচে। 

 

এছাড়া ডিজিটাল পদ্ধতির টিকিট বিক্রিতে সবচেয়ে বেশি সাড়া মিলেছে কাতার, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, ওয়েলস এবং অস্ট্রেলিয়া থেকে। টিকিট বিক্রির পরবর্তী আপডেট আসবে সেপ্টেম্বরের শেষে। এদিকে কাতারের বাস ও ট্যাক্সি সার্ভিসের প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা আহমেদ আল ওবাইদলি বলেছেন, বিশ্বকাপের সময় কাতারের রাস্তায় চার হাজারের বেশি বাস থাকবে। যাতে দর্শকরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন