স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টিতে নিজেদের মেলে ধরতে পারছে না বাংলাদেশ। গত বছরের বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টিতে হারালেও বিশ্বকাপে গিয়ে হয় ভরাডুবি। বড় কোনো টুর্নামেন্টের আগে বড় আশা দেখিয়ে গেলেও শেষ পর্যন্ত বাজে ফল নিয়ে দেশে ফেরে বাংলাদেশ। তাই এবারের এশিয়া কাপেও তাদের ওপর মানুষের প্রত্যাশা খুব বেশি নেই বলে মনে করেন সাকিব আল হাসান।
সোমবার (২২ আগস্ট) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান সরাসরি বলেন, এখন তাদের ওপর মানুষের প্রত্যাশা খুব বেশি নেই। আমি বিশ্বাস করি যে, মানুষ এখন আমাদের থেকে বেশি আশা করে না। এ পরিস্থিতিতে বিশেষ করে টি-টোয়েন্টিতে, যেহেতু আমাদের রেকর্ডটাই গত ১৬-১৭ বছর ধরে খুব ভালো কিছু করতে পারিনি। মাঝে মাঝে ভালো করলেও, ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি আমরা। সাকিব আরও বলেন, এমন না যে আমরা কখনও করে দেখাইনি। আমি যদি এক-দুইবার, তিনবার করে দেখাতে পারি, তার মানে আমাদের ভেতরে সেই সামর্থ্যটা আছে। আমার কথা হলো, সেটা কতটা ধারাবাহিকভাবে করতে পারি। যেটা আমরা গত কিছুদিন ধরে করতে পারছি না। এদিকে আমাদের দলে ভারত কিংবা অস্ট্রেলিয়ার মতো এতো বড় বড় খেলোয়াড় নেই। তবে যারা আছে তাদের যদি ভালোভাবে ব্যবহার করতে পারি তাহলে ভালো ফল পাওয়া সম্ভব।