স্পোর্টস ডেস্ক: শহিদ আফ্রিদির অবসর নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন চলছে। কিন্তু সব গুঞ্জনকে উড়িয়ে দিলেন আফ্রিদি নিজেই। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার বলেছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের হয়ে আরও অনেকদিন প্রতিনিধিত্ব করবেন। গতকাল রবিবার আফ্রিদি বলেন, ৫০ ওভারের ক্রিকেটে আমি ফিরে আসতে আগ্রহী নন। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যেতে চাই।
কিন্তু ফেসবুকে লাইভে ভক্তদের প্রশ্নের জবাবে আফ্রিদি অবশ্য ক্রিকেটের সংক্ষিপ্ত দুই ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া কথা বলেছেন। পাকিস্তানের মারকুটে এই ব্যাটসম্যান বলেন, ‘আমি টি২০ ও ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যেতে চাই। হোক সেটা জাতীয় পর্যায়ে অথবা ঘরোয়া কিংবা লিগে। আমি মনে করি খেলার জন্য আমি এখনও ফিট আছি।’