News71.com
 Sports
 12 Jul 16, 12:48 AM
 1019           
 0
 12 Jul 16, 12:48 AM

বাংলাদেশের হয়ে সিদ্দিকুর রহমানই প্রথম অলিম্পিকে খেলবেন।।

বাংলাদেশের হয়ে সিদ্দিকুর রহমানই প্রথম অলিম্পিকে খেলবেন।।

স্পোর্টস ডেস্কঃ ইতিহাসে অংশ নিতে সিদ্দিকুর রহমান এই প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে খেলবেন গলফার হিসেবে। গলফের অলিম্পিক র্যািঙ্কিংয়ে ৬০-এর মধ্যে থাকলেই চলত। গত সপ্তাহে চীনা তাইপেতে টুর্নামেন্ট শেষ করার পর ছিলেন ৫৩তম স্থানে।

বলতে গেলে তখনই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল সিদ্দিকুরের রিও ডি জেনিরোতে যাওয়া। আজ প্রকাশিত র্যা ঙ্কিং শেষে আর কোনো সংশয় রইল না। সিদ্দিকুরের বর্তমান র্যা ঙ্কিং ৫৬। এর মানে আগামী ৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ব্রাজিল অলিম্পিকে যাচ্ছেন সিদ্দিকুর।

প্রসঙ্গত, এবারের অলিম্পিকে বিশ্বের সেরা গলফারদের অনেকেই যাচ্ছেন না জিকা ভাইরাস আতঙ্কে। সিদ্দিকুরের ব্রাজিল যাওয়ার পেছনে এটিরও একটু হাত আছে। তবে মরিশাসে গত মে মাসে অনুষ্ঠিত আফ্রো-এশিয়া ব্যাংক টুর্নামেন্টে রানার্সআপ হওয়াটাই সিদ্দিকুরের সম্ভাবনাকে উজ্জ্বল করেছিল অনেক।

সিদ্দিকুর ছাড়াও এরই মধ্যে কোটা প্লেস নিয়ে অলিম্পিক যাওয়া নিশ্চিত করেছেন শ্যুটার আবদুল্লাহ হেল বাকি, তিরন্দাজ শ্যামলী রায় ও সাঁতারু মাহফিজুর রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন