News71.com
 Sports
 11 Sep 22, 09:54 AM
 337           
 0
 11 Sep 22, 09:54 AM

মেসি-নেইমার ঝলকে শীর্ষে ফিরলো পিএসজি।।

মেসি-নেইমার ঝলকে শীর্ষে ফিরলো পিএসজি।।

স্পোর্টস ডেস্কঃশুরু থেকে আধিপত্য ধরে রাখলো পিএসজি। কিন্তু ফরাসি জায়ান্টরা জালের খোঁজ পেল মাত্র একবার। ওই একমাত্র গোলটি এলো নেইমারের পা থেকে। আর ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলটিতে বড় ভূমিকা রাখলেন লিওনেল মেসি। পেনাল্টি সেভ করে বড় অবদান রাখলেন জানলুইজি দোন্নারুম্মাও। আর তাতেই স্বস্তির জয়ে শীর্ষে ফিরলো প্যারিসিয়ানরা। ফরাসি লিগ ওয়ানের ম্যাচে আজ ব্রেস্তের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ক্রিস্তফ গালতিয়েরের শিষ্যরা। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা পিএসজির আক্রমণভাগের ত্রয়ী তথা 'এমএনএম' (মেসি, নেইমার ও এমবাপ্পে) আজ পার্ক দেস প্রিন্সেসেও আলো ছড়িয়েছেন। তাতে ঘরের মাঠে সর্বশেষ ২০২১ সালের ৩ এপ্রিল লিগ ম্যাচ হারা দলটি দাপট দেখিয়েছে ঠিকই। কিন্তু ফিনিশিং ঠিকঠাক না হওয়ায় স্কোরলাইন বড় হয়নি। প্রতিপক্ষ ব্রেস্তও পেয়েছিল সমতায় ফেরার সুযোগ। কিন্তু পেনাল্টি থেকে গোল আদায় করতে পারেনি তারা। ম্যাচের একাদশ মিনিটেই এগিয়ে যেতে পারতো পিএসজি। মেসির বাড়িয়ে দেওয়া বল নিয়ে ১০ গজ দূর থেকে শট নেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু বল বাইরের পোস্টে ছুঁয়ে বেরিয়ে যায়। দুই মিনিট পর কিলিয়ান এমবাপ্পের কাছ থেকে নেওয়া শট অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে যায়। ৩০তম মিনিটে লক্ষ্যভেদ করেন নেইমার। মেসির উড়িয়ে মারা পাস থেকে বল দারুণভাবে নামিয়ে জোরালো শটে জালে পৌঁছে দেন পিএসজি ফরোয়ার্ড। এবারের লিগে ৭ ম্যাচে ৮ গোল নিয়ে গোলদাতাদের তালিকায় এককভাবে শীর্ষে উঠে গেলেন নেইমার। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে তার গোল এখন ১০টি। প্রথমার্ধের বাকি সময়ে প্রতিতপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে নেইমারের হলুদ কার্ড দেখা ছাড়া আর তেমন কিছুই ঘটেনি।দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের রক্ষণে আক্রমণের পসরা সাজিয়ে বসে পিএসজি। ৫০তম মিনিটে এমবাপ্পের পাসে বক্সে বল পেয়ে হেড নেন মেসি। তাঁর প্রচেষ্টা অবশ্য ব্যর্থ হয়। বল বাউন্স খেয়ে ধীরগতিতে পোস্টের নিচের দিকে লেগে দিক হারায়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন