News71.com
 Sports
 12 Sep 22, 11:50 AM
 191           
 0
 12 Sep 22, 11:50 AM

পাকিস্তানকে গুঁড়িয়ে এশিয়া কাপ শ্রীলঙ্কার।।

পাকিস্তানকে গুঁড়িয়ে এশিয়া কাপ শ্রীলঙ্কার।।

স্পোর্টস ডেস্কঃ ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা শ্রীলঙ্কাকে লড়াই করার মতো পুঁজি এনে দিলেন ভানুকা রাজাপক্ষে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। এরপর পাকিস্তানি ব্যাটারদের নাস্তানাবুদ করে ছাড়লেন লঙ্কান বোলাররা। বল হাতে প্রমোদ মাদুশানের পাশাপাশি আলো ছড়ালেন হাসারাঙ্গাও। আর তাতে ভর করে পাকিস্তানকে গুঁড়িয়ে শিরোপা জিতলো শানাকাবাহিনী। এশিয়া কাপের ফাইনালে আজ রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে লঙ্কানরা। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ১৪৭ রানে অলআউট হয় পাকিস্তান। এবার নিয়ে ষষ্ঠবারের মতো এশিয়ার চ্যাম্পিয়ন হলো শ্রীলঙ্কা। অন্যদিকে প্রায় ১০ বছর পর এশিয়া কাপের শিরোপা জেতার একদম কাছ থেকে ফিরলো পাকিস্তান। এর আগে সর্বশেষ ২০১২ সালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। অন্যদিকে ২০১৪ সালের পর অর্থাৎ আট বছর পর ফের এই শিরোপার স্বাদ পেল শ্রীলঙ্কা। সেবার বাংলাদেশের মাটিতে ওয়ানডে ফরম্যাটের আসরে পাকিস্তানকে হারিয়েই শিরোপা ঘরে তুলেছিল তারা। সবমিলিয়ে সবচেয়ে বেশিবার এশিয়া কাপ জেতার রেকর্ড ভারতের দখলে। সাতবার জিতেছে তারা। এবার জিতে ভারতের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। যদিও প্রথম্ম ওভারেই তালগোল পাকিয়ে ফেলেন লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা। তাঁর সৌজন্যে কোনো বৈধ বল ছাড়াই প্রথম ৯ রান পেয়ে যায় পাকিস্তান। প্রথম বলটি নো, এরপরের চার বল ওয়াইড। মাঝে চতুর্থ ওয়াইড বলটি আবার কিপারের গ্লাভস গলে বাউন্ডারিতে পৌঁছে যায়। পরের বলটাও ওয়াইড হয়। ৬ বারের চেষ্টায় প্রথম বৈধ বলটি করতে পেরেছেন মাদুশাঙ্কা। সেটিতে আসে ১ রান। প্রথম ওভার থেকে ১২ রান পায় পাকিস্তান। পাকিস্তানের শুরুর সেই স্বস্তি অবশ্য দীর্ঘায়িত হয়নি। কারণ পরের দুই ওভারে সেভাবে রান তুলতে পারেনি তারা। চতুর্থ ওভারে জোড়া আঘাত হারেন লঙ্কান পেসার প্রমোদ মাদুশান। ওভারের দ্বিতীয় বলে বাবর আজমকে বিদায় করে দেন তিনি। ব্যাট হাতে পাকিস্তানি অধিনায়কের দুঃসময় যেন কাটছেই না। এবার তিনি ফিরেছেন মাত্র ৫ রান করেই। পরের বলেই নতুন ক্রিজে আসা ফখর জামানকে (০) বোল্ড করেন মাদুশান। সেখান থেকে লড়াই শুরু মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদের। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন