স্পোর্টস ডেস্কঃ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে জুভেন্টাসকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড খেলতে ইসরায়েল সফরে আসে পিএসজি। ম্যাকাবি খাইফার বিপক্ষে শুরুতে বেগ পোহাতে হলেও শেষদিকে তাদের পাত্তাই দেননি মেসি-নেইমাররা। জেতেন বড় ব্যবধানেই। দলের হয়ে গোল করে এদিন দুইটি কীর্তি গড়েন লিওনেল মেসি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা ১৮ মৌসুমে গোল করার রেকর্ড গড়েন আর্জেন্টাইন এই তারকা। এছাড়া প্রথম খেলোয়াড় হিসেবে ১৯ দেশের ৩৬টি ভিন্ন দলের বিপক্ষে গোল করারও কীর্তিও গড়েন তিনি। বুধবার রাতে স্যামির ওফার স্টেডিয়ামে ইসরায়েলের ক্লাব ম্যাকাবি খাইফাকে ৩-১ ব্যবধানে হারায় ফরাসি জায়ান্ট পিএসজি। ম্যাচে একটি করে গোল করেন মেসি, এমবাপ্পে ও নেইমার। ম্যাচের শুরু থেকে পিএসজি বল দখলে এগিয়ে থাকলেও ম্যাকাবি খাইফা সুযোগ পেলেই একের পর এক আক্রমণ চালায়। এর সুফলও পায় তারা। ২৪তম মিনিটে এগিয়ে যায় দলটি। মাঝমাঠে পিএসজি বল হারালে তা নিয়ন্ত্রণে নিয়ে তজারন চেরিকে লক্ষ্য করে ক্রস দেন হাজিজা। দারুণ এক ভলিতে বল জালে পাঠান চেরি। ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারত ইসরায়েলের ক্লাবটি। মার্কিনিয়োসকে পরাস্ত করে বল নিয়ে এগিয়ে যান পিয়েরট। বল শটের ঠিক আগমুহূর্তে রেফারি অফসাইডের বাঁশি বাজান।