News71.com
 Sports
 20 Sep 22, 10:47 PM
 272           
 0
 20 Sep 22, 10:47 PM

টাকা থাকলে ২ কোটি করে সবাইকে দিয়ে দিতাম।। সালাউদ্দিন

টাকা থাকলে ২ কোটি করে সবাইকে দিয়ে দিতাম।। সালাউদ্দিন

স্পোর্টস ডেস্কঃ ইতিহাস গড়ে সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের এমন সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে পুরো দেশ। তাদের বরণ করে নেওয়ার অপেক্ষায় দেশের ফুটবল সমর্থকরা। তবে সানজিদা-সাবিনারা যে দেশকে গর্বের উপলক্ষ এনে দিলেন - এজন্য তাদের আর্থিক পুরস্কার দেওয়া হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে ফুটবল মহলে। যদিও বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন জানালেন, এমন কোনো সম্ভাবনা নেই। তবে সামর্থ্য থাকলে প্রত্যেককে ২ কোটি টাকা করে দিতেন বলেও জানালেন তিনি। বাফুফে ভবনে আজ এক সংবাদ সম্মেলনে সাফজয়ী মেয়েদেরকে সভাপতির পক্ষ থেকে কোনও উপহার দেয়া হবে কিনা- এমন প্রশ্নের জবাবে রসিকতার সুরে হাসি দিয়ে কাজী সালাউদ্দিন বলেন, ‘হ্যা অনেক ভালবাসা আর অভিনন্দন। আমিতো পারলে প্রত্যেককে ২ কোটি টাকা করে দিয়ে দিতাম। তবে সেটা সম্ভব না।’ মেয়েরা সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আলোচনায় তাদের পারিশ্রমিক। ছেলেদের তুলনায় মেয়েদের পারিশ্রমিক অনেক কম। সবাই কথা বলছেন মেয়েদের পারিশ্রমিক বাড়ানোর বিষয়ে।  মেয়েদের বেতন কাঠামোতে পরিবর্তন আনা দরকার বলে মনে করেন খোদ বাফুফে সভাপতিও। তবে ছেলে এবং মেয়ে ফুটবলারদের বেতনের তুলনায় নারাজ তিনি। পুরুষ এবং নারী ফুটবলে একই ধরনের বেতন কাঠামো সম্ভব না, এবং এটা উচিৎ না বলে মনে করেন সালাউদ্দিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন