News71.com
 Sports
 26 Sep 22, 12:41 PM
 1551           
 0
 26 Sep 22, 12:41 PM

ছেলেদের ক্রিকেটে চ্যাম্পিয়ন এআইইউবি।। রানারআপ ড্যাফোডিল

ছেলেদের ক্রিকেটে চ্যাম্পিয়ন এআইইউবি।। রানারআপ ড্যাফোডিল

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের ক্রীড়াপ্রেমী তরুণদেরকে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ার লক্ষ্যে ২০১৯ সালে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। এ বছর আয়োজিত হচ্ছে এই চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। আজ রোববার (২৫ সেপ্টেম্বর) গ্রিন ইউনিভার্সিটিতে ছেলেদের ক্রিকেটের ফাইনাল ম্যাচে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (ডিআইইউ) ৫২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।  প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে এআইইউবি। ব্যাট হাতে মাত্র ২৯ বলে ৫০ রান করেন মাহিদুল ইসলাম। বল হাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হাসান মুরাদ ৪ ওভারে ১৩ রান খরচে নেন ২ উইকেট। জবাবে ২০ ওভার ব্যাটিং করেও ৯ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলতে পারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দলের হয়ে ৪৭ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন মোসাদ্দেক হোসেন। বল হাতে এআইইউবি-এর রিফাত শাদ ৩ ওভারে ২৩ রান খরচে নেন ৩ উইকেট। অন্যদিকে বিকেএসপিতে অনুষ্ঠিত ছেলেদের ফুটবল ইভেন্টের সেমিফাইনালে গ্রিন ইউনিভার্সিটিকে ১-০ গোলে হারিয়েছে গণ বিশ্ববিদ্যালয়। আরেক সেমিফাইনালে ড্যাফোডিল ইউনিভার্সিটি ১-০ গোলে হারিয়েছে ফারইস্ট ইউনিভার্সিটিকে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন