News71.com
 Sports
 27 Sep 22, 02:32 PM
 195           
 0
 27 Sep 22, 02:32 PM

দুবাইয়ে এয়ারপোর্টে নারী ক্রিকেটারদের সংবর্ধনা দিল বিমান।।

দুবাইয়ে এয়ারপোর্টে নারী ক্রিকেটারদের সংবর্ধনা দিল বিমান।।

স্পোর্টস ডেস্কঃ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের শিরোপা জেতায় বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার আগে দুবাই বিমানবন্দরে এ সংবর্ধনা দেয়া হয় তাদের। এ সময় ক্রিকেটারদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তাদের অভিনন্দন জানান বিমানের কর্মকর্তারা। আর বিমান বাংলাদেশ এবং বিসিবিকে ধন্যবাদ জানিয়ে আসন্ন এশিয়া কাপে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে চলছে নারীদের জয়জয়কার। ফুটবলের পর এবার ক্রিকেটেও বিশ্বজয় করল লাল সবুজের দল। আবুধাবিতে  বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দক্ষিণ আফ্রিকা মিশন নিশ্চিত করল বাংলাদেশ। টুর্নামেন্টের শিরোপা জেতার পর থেকেই দেশে ফিরতে মুখিয়ে ছিলেন সবাই। কিন্তু দেশে পৌঁছানোর আগেই এবার জ্যোতিরা সিক্ত হলেন ফুলেল শুভেচ্ছায়। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ধরার আগে তাদের উষ্ণ সংবর্ধনা দিল বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। নারীদের এ অগ্রযাত্রায় পাশে থাকতে পেরে গর্বিত বিমান বাংলাদেশ। আশাবাদ জানাল আফ্রিকার মাটিতেও উড়বে লাল সবুজের পতাকা। দুবাইয়ে বাংলাদেশ বিমানের অ্যাকাউন্ট ম্যানেজার আবদুর রাজ্জাক বলেন, 'ইউএই-এর মাটিতে আমাদের মেয়েদের সাফল্য বাংলাদেশি হিসেবে আমাদের একটা নতুন পরিচয় দান করল এবং এই পরিচয়ের মাধ্যমে আমাদের বাংলাদেশের ক্রীড়াজগৎ আরও এগিয়ে যাবে এবং আশা করি, সবাই আরও ভালো করবে ভবিষ্যতে। ' দুবাইয়ে বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার সাকিয়া সুলতানা বলেন, 'ফুটবলে সাফ গেমসে নারীরা চ্যাম্পিয়ন হয়েছে, এখন ক্রিকেটেও নারীরা চ্যাম্পিয়ন হয়েছে, এটা অবশ্যই আমাদের জন্য খুব গর্বের বিষয়। আমি মনে করি, বাংলাদেশের মেয়েরা এগিয়ে যাচ্ছে, আরও যাবে। এখানে যে পারফরম্যান্স দেখিয়েছে, আমি আশা করি যে, ওয়ার্ল্ড কাপেও তারা ভালো করবে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন