স্পোর্টস ডেস্কঃ ম্যানচেস্টার সিটির হয়ে গোল করেই যাচ্ছেন আর্লিং হলান্ড। এই নরওয়েজিয়ান 'গোলমেশিন' সিটিজেনদের জার্সিতে ২০তম গোলের দেখা পেয়ে গেলেন। তার দলও সাউদাম্পটনের বিপক্ষে করল গোল উৎসব। একই রাতে বড় জয় পেয়েছে চেলসিও। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের নবম ম্যাচে ৪-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই একের পর এক আক্রমণ শানিয়ে গেছে সিটি। হলান্ড তো শুরুতেই গোলও পেয়ে যাচ্ছিলেন। কিন্তু তার শটে বল ক্লিয়ার হওয়ার আগে পোস্টের ভেতরে লাগে। তবে ২০তম মিনিটে সিটিকে এগিয়ে দেন হুয়াও কানসেলো। ফিল ফোডেনের পাস ধরে দৌড়ে সাউদাম্পটনের জাল কাঁপান তিনি। প্রথম গোলে সহায়তা করার পর নিজেও গোলের দেখা পান ফোডেন। ৩২তম মিনিটে কেভিন ডি ব্রুইনার বক্সের ভেতর বাড়িয়ে দেওয়া বলে লক্ষ্যভেদ করেন তিনি। প্রথমার্ধে এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি। দ্বিতীয়ার্ধেও চলে সিটির আগ্রাসন। বিরতির পর সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৩-০ করেন রিয়াদ মাহরেজ। রদ্রির ক্রসে দারুণ ভলিতে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। তবে স্বাগতিক দর্শকদের অপেক্ষা আর দীর্ঘ করেননি হলান্ড। ঘরের মাঠে টানা তিন হ্যাটট্রিকের পর এবার এক গোলেই খুশি থাকতে হয় তাকে।