
স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন ধরে ফর্ম খরায় ভূগছেন, বেঞ্চে থেকে শুরু করতে হয়েছে বেশ কয়েকটি ম্যাচ। তবে আজ নামলেন; গড়লেন রেকর্ডও। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে ৭০০ গোলের কীর্তি গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। জেতালেন দলকেও। অ্যান্থনি মার্টিয়ালের বদলি হয়ে মাঠে নেমেই ১৫মিনিটের মাথায় গোল করে এই রেকর্ড গড়লেন রোনালদো। যার শুরুটা হয় স্পোর্টিং লিসবনের হয়ে; ক্লাবটির হয়ে ৩১ ম্যাচে পর্তুগিজ এই তারকা করেন পাঁচ গোল। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচে করেন ৪৫০ গোল। জুভেন্টাসের হয়ে ১৩৪ ম্যাচে করেন ১০১ গোল। বাকি গোলগুলো করেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। যার মধ্যে প্রথমবার ২৯৮ ম্যাচে ১১৮ গোল ও দ্বিতীয়বার ৪৮ ম্যাচে ২৬ গোল করেন। প্রিমিয়ার লিগে রোববার রাতে গোডিসন পার্কে এভারটন বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করে ম্যানচেস্টার ইউনাইটেড। রোনালদো ছাড়াও ক্লাবটির হয়ে গোল পান আন্তনি। ম্যাচের শুরু হতে না হতেই এগিয়ে যায় এভারটন। পঞ্চম মিনিটে দেমারাই গ্রের দেওয়া পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁকানো শটে জাল খুঁজে নেন অ্যালেক্স আইউবি। সমতায় ফিরতে বেশিক্ষণ সময় নেয়নি ইউনাইটেড। পঞ্চদশ মিনিটে মাঝমাঠ থেকে টেনে এনে বক্সে আন্তনিকে খুঁজে নেন মার্টিয়াল। দারুন শটে লক্ষ্যভেদ করতে ভুলেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।