News71.com
 Sports
 21 Oct 22, 03:34 PM
 330           
 0
 21 Oct 22, 03:34 PM

লেভার জোড়া গোলে বার্সার সহজ জয়।।

লেভার জোড়া গোলে বার্সার সহজ জয়।।

স্পোর্টস ডেস্ক: এল ক্লাসিকোতে হারের যন্ত্রণা ভুলে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। রবার্ট লেভানদোভস্কির জোড়া গোলে ভর করে কাতালান জায়ান্টরা এবার ভিয়ারিয়ালের বিপক্ষে সহজ জয় তুলে নিল।  লা লিগার ম্যাচে আজ ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে ৩-০ গোলে জয় পেয়েছে জাভি হার্নান্দেসের দল। ৩টি গোলই হয়েছে প্রথমার্ধে, মাত্র সাত মিনিটের ব্যবধানে। লেভার জোড়া গোল করার পর জালের দেখা পান আনসু ফাতিও। ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হারা ম্যাচের দল থেকে পাচ্চ জনকে বসিয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে দল সাজান বার্সা কোচ জাভি। এর ফল হাতেনাতেই পায় স্বাগতিকরা। তরুণ আনসু ফাতি শুরু থেকেই লেভানডভস্কির সঙ্গে মিলে আক্রমণভাগে ভূমিকা রাখতে শুরু করেন।  প্রথম মিনিটেই গোল পেতে পারতেন ফাতি। কর্নার কিকে পাওয়া বল হেড পাসে ফাতিকে দিয়েছিলেন লেভা। কিন্তু ডি বক্সের মাঝখান থেকে স্প্যানিশ ফরোয়ার্ডের শট অল্পের জন্য বাঁদিক দিয়ে বেরিয়ে যায়। ১৯তম মিনিটে ফের সুযোগ নষ্ট করেন ফাতি। এবার ছয় গজ বক্স থেকে নেওয়া তার হেড বারের ওপর দিয়ে চলে যায়। ভিয়ারিয়ালও বেশকিছু কাউন্টার অ্যাটাক করে। কিন্তু কাঙ্ক্ষিত ফল পায়নি তারা। প্রথম ২০ মিনিটে ৭৫ শতাংশ বল নিজেদের দখলে রাখে বার্সা। ৩০তম মিনিটে আসে কাঙ্ক্ষিত ফলাফল। ভিয়ারিয়ালের দুই ডিফেন্ডারকে দারুণ দক্ষতায় পাশ কাটিয়ে বক্সের মাঝখান থেকে ঠাণ্ডা মাথায় ডান পায়ের শটে বল জালে জড়িয়ে দেন লেভা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন