News71.com
 Sports
 29 Oct 22, 04:09 PM
 226           
 0
 29 Oct 22, 04:09 PM

সৌম্য ও শান্তর শেখার প্রক্রিয়া এটা।। শ্রীরাম

সৌম্য ও শান্তর শেখার প্রক্রিয়া এটা।। শ্রীরাম

স্পোর্টস ডেস্কঃ উদ্বোধনী জুটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা কম হয়নি। ত্রিদেশীয় সিরিজের শুরুর দিকে সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে চেষ্টা করে হয়েছিল। সাব্বির পরে বিশ্বকাপ স্কোয়াড থেকেই বাদ পড়েছেন, মিরাজ খেলেননি প্রথম ম্যাচে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে থাকলেও উদ্বোধনী ব্যাটার হিসেবে দেখা যায়নি তাকে।  বিশ্বকাপের দুই ম্যাচেই বাংলাদেশের ইনিংসের শুরু করেছেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। খুব একটা মন্দ শুরু এনে দেননি তারা। তাহলে কি বহুল প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত উদ্বোধনী জুটি খুঁজে পাওয়া গেছে? জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে প্রশ্নটি ছিল টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামের কাছে। তিনি বলছেন, এটা সৌম্য ও শান্তর জন্য শেখার প্রক্রিয়া। শ্রীরাম বলেছেন, ‘আমি মনে করি ভালো করছে। উদ্বোধনী জুটিতে ৪৭ (মূলত ৪৩), দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৬। আমি মনে করি উদ্বোধনী জুটি ভালোই করছে। আরও বেশি যখন খেলবে তখন আরও অভিজ্ঞ হবে, একসঙ্গে যত বেশি খেলবে, ভিন্ন জায়গা, প্র‍তিপক্ষের বিপক্ষে, ভিন্ন কন্ডিশনে খেলবে আরও শিখবে। দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো ও কুইন্টন ডি কক যেভাবে খেলল, যে ইমপ্যাক্ট রাখলো, যা নিয়ে আমরা কথা বলছি সে দিক থেকে শান্ত ও সৌম্যের জন্য শেখার প্রক্রিয়া এটি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন