News71.com
 Sports
 30 Oct 22, 06:24 PM
 308           
 0
 30 Oct 22, 06:24 PM

নেদারল্যান্ডসকে হারিয়ে পাকিস্তানের প্রথম জয়।।

নেদারল্যান্ডসকে হারিয়ে পাকিস্তানের প্রথম জয়।।
স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানকে নেদারল্যান্ডস টার্গেট দিল ৯২ রানের। পাকিস্তানের জয়টা নিশ্চিতই বলা যায়। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমেও চার উইকেট খোয়োতে হলো তাদের। ১৩.৫ ওভারেই ছয় উইকেট হাতে নিয়ে এবারের বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল পাকিস্তান। টানা দুই ম্যাচ হারের ফলে প্রবল সমালোচনার মধ্যে ছিল পাকিস্তান।জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর তো দলের সাবেক ক্রিকেটাররাও তাদের নিয়ে সমালোচনা করছিল। তাই এই ম্যাচে পাকিস্তানের উপর চাপ ছিল অনেক। সেই চাপ শুরুতেই হালকা করে দেন দলের বোলারারা। অস্ট্রেলিয়ার পার্থে পাকিস্তানের বিপক্ষে দাঁড়াতেই পারেনি নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা। পুরো ২০ ওভার ব্যাট হাতে লড়াই করলেও মাত্র ৯১ রানের সংগ্রহ পেয়েছে তারা। ম্যাচে ২৬ রান তুলতেই তিন উইকেট হারিয়ে চাপে পরে ডাচরা। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ডি লিড। এরপর কলিন আকারম্যান এবং স্কট অ্যাডওয়ার্ড লড়াই করার চেষ্টা করেন। ২৭ বলে ২৭ রান করে শাদাব খানের শিকার হয়ে ফিরে যান আকারম্যান। ২০ বলে ১৫ রান করা অ্যাডওয়ার্ডকে ফেরান নাসিম শাহ। এই দুই ব্যাটসম্যান ছাড়া আর কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌছাতে পারেননি। ফলে ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৯১ রান করে নেদার‌ল্যান্ডস। এটি টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে পুরো ২০ ওভার ব্যাট করে কোনো দলের সর্বনিম্ন সংগ্রহ। পাকিস্তানের হয়ে তিন উইকেট শিকার করেছেন শাদাব খান। মোহাম্মদ ওয়াসিম নিয়েছেন দুই উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ আর হারিস রউফ।
04:53 PM
পশ্চিমবঙ্গের আইন বিশ্ববিদ্যালয় সমাবর্তনে প্রধান বিচারপতি ।। নিউজ ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ‘দ্যা ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসের’ ১৪তম সমাবর্তনে বক্তব্য রেখেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রোববার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির সমাবর্তনে আরও বক্তব্য রাখেন ভারতের প্রধান বিচারপতি উদয় উমেস লালিত ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসময় প্রধান বিচারপতির সঙ্গে ভারতের প্রধান বিচারপতি উদয় উমেশ লালিত ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৌজন্য সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান। এর আগে শুক্রবার (২৮ অক্টোবর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কলকাতায় বেকার হোস্টেলে ‘বঙ্গবন্ধুর ২৪ নম্বর রুমে’ যান।  সেখানে প্রধান বিচারপতি বঙ্গবন্ধুর আবক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন