স্পোর্টস ডেস্ক: বল হাতে ওয়ানিন্দু হাসারাঙ্গার দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতে ধনঞ্জয়া ডি সিলভার দারুণ ইনিংসে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো শ্রীলঙ্কা। অপরদিকে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে গেল আফগানরা।মঙ্গলবার বিশ্বকাপের সুপার টুয়েলভে ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে আফগানরা। জবাব দিতে নেমে ধীরগতির শুরুর পরে ধনঞ্জয়া ঝড়ে ৯ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।