News71.com
 Sports
 02 Nov 22, 04:13 PM
 278           
 0
 02 Nov 22, 04:13 PM

শেষ ষোলোয় টটেনহ্যাম।। জয় পেয়েছে বায়ার্ন-লিভারপুলও

শেষ ষোলোয় টটেনহ্যাম।। জয় পেয়েছে বায়ার্ন-লিভারপুলও

স্পোর্টস ডেস্কঃ অলিম্পিক মার্শেইকে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর টিকিট পেয়েছে টটেনহ্যাম হটস্পার।একই গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে পা রেখেছে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। এদিনের খেলায় আরও জিতেছে বায়ার্ন মিউনিখ, লিভারপুল ও আয়াক্স। ‘ডি’ গ্রুপ থেকে চারটি দলেরই শেষ ষোলোয় যাওয়ার সুযোগ ছিল। এমন শর্তে মার্শেইকে ২-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম। স্পোর্টিং সিপির বিপক্ষে এইট্রাখটের জয়ও ২-১ গোলে। ফলে এই গ্রুপে পয়েন্ট টেবিলের অবস্থা দাঁড়িয়েছে এমন- ১১ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা টটেনহ্যাম, ১০ পয়েন্ট নিয়ে রানার্সআপ এইনট্রাখট, ৭ পয়েন্ট নিয়ে স্পোর্টিং খেলবে ইউরোপা লিগে ও ৬ পয়েন্ট নিয়ে সব ধরনের ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে মার্শেই। বায়ার্ন মিউনিখ গ্রুপ চ্যাম্পিয়ন- এটা নিশ্চিত হয়েছিল আরও আগে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইন্টার মিলানকে হারিয়ে টানা ষষ্ঠ জয় পায় বাভারিয়ানরা। ১৮ পয়েন্ট নিয়ে জার্মান্ট জায়ান্টরা ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে উঠেছে। ইন্টারের বিপক্ষে তাদের জয় ২-০ গোলে। দলের হয়ে একটি করে গোল করেছেন বেঞ্জামিন পাভার্ড ও চুপো মুটিং। হারলেও ইন্টার মিলানও নকআউট পর্বে পা রেখেছে। লিভারপুল ২-০ গোলে হারিয়েছে নাপোলিকে। মোহামেদ সালাহ ও ডারউইন নুনেজের পা থেকে এসেছে গোল দুটি। এ জয়ের পরও গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি অল রেডরা। ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা নাপোলি। ১৫ পয়েন্ট সত্ত্বেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় রানার্সআপ হিসেবে পরের রাউন্ডে গেছে লিভারপুল। আয়াক্স রেঞ্জার্সের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়ে ইউরোপা লিগ নিশ্চিত করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন