স্পোর্টস ডেস্কঃ শেষ ষোলোর টিকিট আগেই নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। তবে আগের ম্যাচে আরবি লাইপজিগের বিপক্ষে হেরে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখা নিয়ে সংশয় দেখা দিয়েছিল লস ব্লাঙ্কোস শিবিরে। কিন্তু শেষ পর্যন্ত সব সংশয় উড়িয়ে দিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। সেল্টিককে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অব সিক্সটিনে পা রাখল রদ্রিগো-ভিসিউসরা। সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার (০২ নভেম্বর) রাতের ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে একটি করে গোল করেন লুকা মদ্রিচ, রদ্রিগো, মার্কো আসেনসিও, ভিনিসিউস জুনিয়র ও ফেদেরিকো ভালভেরদে। দলের শীর্ষ তারকা করিম বেনজেমার অনুপস্থিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আরবি লাইপজিগের বিপক্ষে হার। এরপর লিগ ম্যাচে হোঁচট জিরোনার বিপক্ষেও। কোচ কার্লো আনচেলত্তি তো বলেই বসলেন, আমরা বেনজেমার ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। ও না থাকতে গোল পেতে অনেক সংগ্রাম করতে হয়। তবে সেল্টিকের বিপক্ষে রদ্রিগো-ভিনিসিউসরা কোচকে প্রমাণ করে দিলেন, বেনজেমার অনুপস্থিতিও তারা দলকে সাফল্য এনে দিতে সক্ষম। যদিও সেল্টিকের বিপক্ষে বিরতির পর বদলি হিসেবে মাঠে নামেন ফরাসি তারকা। তবে তাকে ছাড়াই সেল্টিকের জাল একে একে পাঁচবার বিধ্বস্ত করে মদ্রিচ-ভালভেরদেরা।