স্পোর্টস ডেস্কঃ উনিশ বছর পর মেয়েদের হাত ধরে ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব আসে বাংলাদেশে। ছাদখোলা বাসে বর্ণাঢ্য সংবর্ধনা দেয় দেশের সাধারণ মানুষ। রাষ্ট্রীয় কাজে তখন দেশের বাইরে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই মেয়েদের সংবর্ধনা দিতে পারেননি। আগামী ৯ নভেম্বর মেয়েদের সংবর্ধণা দিবেন প্রধানমন্ত্রী।সেদিন নিজ কার্যালয়ে সাফজয়ী ২৩ ফুটবলারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সময় কাটাবেন তাদের সঙ্গে। এ ছাড়া ফুটবলারসহ টিম ম্যানেজমেন্টের সঙ্গেও দেখা করবেন তিনি। আজ (৩ নভেম্বর) বৃহস্পতিবার সংবর্ধনার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন, ‘আগামী ৯ তারিখে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ বাসভবনে সকাল ১০ ঘটিকায় সাফ জয়ী মেয়েদের সংর্বধনা প্রদান করবেন। সেটি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে। আমরা সেখানে যাওয়ার জন্য জন্য প্রস্তুতি নিচ্ছি।’ সংর্বধনা অনুষ্ঠানে নারী ফুটবল দলের খেলোয়াড়দের কোনো পুরষ্কার দেওয়া হবে কিনা? এমন প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা এখনও কিছুই জানি না। তবে সেখানে যাওয়ার পর জানতে পারবো।’