স্পোর্টস ডেস্কঃ আলমেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই ক্যাম্প ন্যুয়ে শেষবার মাঠে নামলেন জেরার্ড পিকে। সেই সঙ্গে পেশাদার ক্যারিয়ারের ইতিও টানলেন এই কিংবদন্তি স্প্যানিশ সেন্টার-ব্যাক। যদিও ওসাসুনার বিপক্ষে বার্সার স্কোয়াডে থাকার কথা তার। কিন্তু ঘরের মাঠে এটাই শেষ। আর বিদায়ী ম্যাচে তাকে জয় উপহার দেওয়ার পাশাপাশি রিয়াল মাদ্রিদকে ছাড়িয়ে সাময়িকভাবে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষেও উঠে এলো বার্সেলোনা। ক্লাব কিংবদন্তির বিদায়ী ম্যাচ বলেই কিনা আজ বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ।রক্ষণভাগের নেতা হিসেবে দীর্ঘদিন এই দলটিকে আগলে রেখেছিলেন তিনি।কালাতান জায়ান্টদের বহু শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ছিলেন ট্রেবলজয়ী ঐতিহাসিক দলের সদস্যও। এমন সফল একজন তারকা ফুটবলারের আড়ম্বরপূর্ণ বিদায় তাই স্বাভাবিক। হয়েছেও তাই। পুরো ক্যাম্প ন্যু দাঁড়িয়ে সম্মান জানিয়েছে তাকে। হাত নাড়িয়ে তাদের বিদায় জানিয়েছেন পিকে। সতীর্থরা তার সম্মানে পরেছিলেন আইকনিক 'তিন' নম্বর জার্সি। সমর্থকরা তার নামাঙ্কিত জার্সি এবং প্লে-কার্ড নিয়ে হাজির হয়েছিলেন গ্যালারিতে। শেষ পর্যন্ত বার্সার ২-০ গোলের জয়ে পিকের বিদায় হয়েছে সোনায় সোহাগা। যদিও সপ্তম মিনিটেই পেনাল্টি মিস করেন রবার্ট লেভানদোভস্কি। কিন্তু দ্বিতীয়ার্ধে গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন উসমানে দেম্বেলে ও ফ্রাঙ্কি ডি ইয়ং। তবে পুরো ম্যাচে ছিল বার্সার একক আধিপত্য। বহুদিন পর যেন উজ্জীবিত বার্সার দেখা মিললো। বল দখল বা পাসের দিক থেকে তারা বরাবরই এগিয়ে, কিন্তু এবার আক্রমণ শানানোর ক্ষেত্রেও পুরনো রূপে দেখা গেল তাদের। আর এসবকিছুর পথে অনুঘটক হিসেবে কাজ করল পিকের বিদায়। যেন তার জন্যই ম্যাচটা জিততে মরিয়া বার্সা।