
স্পোর্টস ডেস্কঃ প্রথমার্ধেই মোহামেদ সালাহর জোড়া গোলে এগিয়ে গেল লিভারপুল। এরপর দ্বিতীয়ার্ধে হ্যারি কেইনের গোলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করল টটেনহ্যাম। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠল না স্পার্সরা। বরং স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়লো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। প্রিমিয়ার লিগের ম্যাচে আজ ২-১ গোলে জয় পেয়েছে অল রেডরা। এ মৌসুমে প্রতিপক্ষের মাঠে এটাই দলটির প্রথম জয়। এর আগের দুই ম্যাচে নটিংহ্যাম ফরেস্ট এবং লিডস ইউনাইটেডের কাছে হেরেছিল লিভারপুল। তবে আজ টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল তারা। তাছাড়া প্রতিপক্ষ হিসেবে টটেনহ্যাম যথেষ্ট শক্তিশালী। এবার তারা শীর্ষ চারে থাকার অন্যতম দাবিদার। একাদশ মিনিটে দারউইন নুনেজের পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান সালাহ। এরপর ৪০তম মিনিটে টটেনহ্যামের এরিক দিয়েরের ভুল হেড ব্যাক-পাস থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় জালের ঠিকানা খুঁজে নেন মিশরীয় ফরয়োয়ার্ড। প্রথমার্ধেই জোড়া গোল হজম করলেও অবশ্য হাল ছাড়েনি টটেনহ্যাম। ইনজুরি আক্রান্ত সন হিয়ুং-মিনকে ছাড়াই খেলতে নামা দলটির ইভান পেরিসিচের শট দুই অর্ধেই বারে লেগে ফিরে আসে। তবে শেষ বাঁশি বাজার মিনিট বিশেক আগে একটি গোল শোধ করে দেন ইংলিশ ফরোয়ার্ড কেইন। কিন্তু শেষ পর্যন্ত তা যথেষ্ট ছিল না।