News71.com
 Sports
 14 Nov 22, 11:44 PM
 254           
 0
 14 Nov 22, 11:44 PM

আর্জেন্টিনা দলে যোগ দিলেন মেসি।।

আর্জেন্টিনা দলে যোগ দিলেন মেসি।।

স্পোর্টস ডেস্কঃ ইনজুরি কাটিতে গত রাতেই পিএসজির হয়ে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট ধরেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।বিশ্বকাপের প্রস্তুতি নিতে সেখানেই অবস্থান করছে আর্জেন্টিনা দল। এরইমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন মেসি। আজ সোমবার আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মেসিকে বহনকারী বিশেষ বিমান। সেখান থেকে সরাসরি টিম হোটেলে উঠবেন তিনি। এরপর যোগ দেবেন দলের অনুশীলনে। ২০২২ কাতার বিশ্বকাপ সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতিমূলক ক্যাম্প করছে আর্জেন্টিনা। আগামী ১৬ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি প্রীতি ম্যাচও খেলার কথা তাদের। সে লক্ষ্যে প্রথমে বিশ্বকাপ স্কোয়াডের অর্ধেক খেলোয়াড়কে নিয়ে আবুধাবির আল নাহিয়ান স্টেডিয়ামে অনুশীলন শুরু করবেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এজন্য আগেই দলবল নিয়ে আরব আমিরাতে চলে আসেন তিনি। এবার তাদের সঙ্গে যোগ দিলেন দলের মূল তারকা মেসিও।  এর আগে গতকাল রাতে ঘরের মাঠে লিগ ওয়ানের ম্যাচে অক্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন মেসি। যদিও চোট কাটিয়ে তার ফেরা নিয়ে ছিল সংশয়। কিন্তু সব শঙ্কা দূরে ঠেলে মাঠে নামেন তিনি। ম্যাচে গোল না পেলেও আলো ছড়িয়েছেন মেসি। দুইবার গোলবঞ্চিত হন তিনি; একবার এমবাপ্পের গোলে রাখেন পরোক্ষ অবদান। ম্যাচটি ৫-০ গোলে জিতে নেয় ফরাসি লিগ ওয়ানের শীর্ষে থাকা পিএসজি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন