News71.com
 Sports
 17 Nov 22, 04:47 PM
 259           
 0
 17 Nov 22, 04:47 PM

বিশ্বকাপের আগে নিষেধজ্ঞার খবর পেলেন লেভানদোভস্কি।।

বিশ্বকাপের আগে নিষেধজ্ঞার খবর পেলেন লেভানদোভস্কি।।

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে দুঃসংবাদ পেলেন রবের্ত লেভানদোভস্কি। পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে অনুশীলনের সময় নিষেধাজ্ঞার খবর পেলেন বার্সেলোনার তারকা স্ট্রাইকার। লা লিগায় বার্সেলোনার সবশেষ ম্যাচে গত সপ্তাহে ওসাসুনার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন লেভানদোভস্কি। এজন্য তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করার কথা বুধবার জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। দলের ২-১ ব্যবধানে জয়ের ওই ম্যাচে একাদশ মিনিটে নাচো ভিদালকে পেছন দিকে টেনে ধরায় প্রথম হলুদ কার্ড দেখেন লেভানদোভস্কি। পরে ৩১তম মিনিটে মাঝমাঠের কাছাকাছি ডেভিড গার্সিয়াকে কনুই দিয়ে গলায় আঘাত করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। পোলিশ স্ট্রাইকারের ক্যারিয়ারে এটি দ্বিতীয় লাল কার্ড। বরুশিয়া ডর্টমুন্ডে থাকাকালীন ২০১৩ সালের ফেব্রুয়ারিতে হ্যামবুর্গের বিপক্ষে প্রথম লাল কার্ড দেখেছিলেন তিনি। নিষেধাজ্ঞার খবর জানিয়ে আরএফইএফের পক্ষ থেকে বলা হয়েছে, লাল কার্ড দেখার পর রেফারির দিকে আপত্তিকর ইঙ্গিত করেন লেভানদোভস্কি। যে কারণে লাল কার্ডের স্বাভাবিক এক ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে আরও দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন