News71.com
 Sports
 18 Nov 22, 11:25 PM
 243           
 0
 18 Nov 22, 11:25 PM

৬ ডিসেম্বর শুরু হচ্ছে এলপিএল।।

৬ ডিসেম্বর শুরু হচ্ছে এলপিএল।।

স্পোর্টস ডেস্কঃ ফুটবল বিশ্বকাপের ডামাঢোলের মধ্যেই শুরু হচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ। ৬ ডিসেম্বর বর্তমান চ্যাম্পিয়ন জাফফানা ও গলের মধ্যেকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের এলপিএলের।  লিগ পর্বের প্রথম ২০ ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। এরপর কেন্ডি হয় এলপিএল যাবে কলম্বোতে। ফাইনাল রাউন্ডের ম্যাচগুলো হবে এখানে। ২১ ডিসেম্বর হবে কোয়ালিফায়ার-১ ও এলিমেনেটর। পরদিনই মাঠে গড়াবে কোয়লিফায়ার-২। কোনো বিরতি না দিয়ে ২৩ তারিখ হবে এলপিএলের ফাইনাল। মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে। স্থানীয় শ্রীলঙ্কান ক্রিকেটারদের সঙ্গে এলপিএলে মাঠ মাতাবেন বেশ কিছু আন্তর্জাতিক তারকাও। এদের মধ্যে আছে এভিন লুইস, কার্লোস ব্র্যাথওয়েট, জানেমান মালান, শোয়েব মালিকের মতো নাম। এলপিএলের অফিশিয়াল প্রমোটর আইপিজির সিইও আনিল মোহন বলেছেন, ‘শ্রীলঙ্কায় ক্রিকেট দেখার ক্ষুধাটা অনেক বেশি। আর আমরা দর্শকদের জন্য সেরা জিনিসটাই নিয়ে আসছি। পুরো ডিসেম্বর জুড়ে এলপিএলের মাধ্যমে আমরা টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ এনার্জি দেখানোর চেষ্টা করবো।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন