
স্পোর্টস ডেস্কঃ জিতলেই শেষ ষোলো নিশ্চিত; এমন সমীকরণের ম্যাচে মেক্সিকোর কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল সৌদি আরব। অন্যদিকে জিতেও কপাল পুড়লো মেক্সিকোর। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে এক গোল শোধ করে তাদের স্বপ্ন ভেঙে দিল সৌদি। গ্রুপের আরেক খেলায় আর্জেন্টিনার কাছে হেরে গেছে পোল্যান্ড। মেক্সিকো ও পোল্যান্ডের পয়েন্ট সমান। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় নকআউট পর্বে উঠলো পোলিশরা। ফলে সৌদি ও মেক্সিকো দুই দলই বিদায় নিল। ২০২২ বিশ্বকাপের গ্রুপ 'সি'-এর ম্যাচে আজ লুসাইল স্টেডিয়ামে সৌদিকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো। ৩ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান পয়েন্ট পোল্যান্ডেরও। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা সৌদি আরব পরের দুই ম্যাচেই হারল। তবে আজ তারা নিজেরা বিদায় নেওয়ার পাশাপাশি মেক্সিকোকেও বিদায় করে দিল।