News71.com
 Sports
 02 Dec 22, 09:21 AM
 245           
 0
 02 Dec 22, 09:21 AM

জিতেও প্রথম রাউন্ড থেকে বিদায় জার্মানির।।

জিতেও প্রথম রাউন্ড থেকে বিদায় জার্মানির।।

স্পোর্টস ডেস্কঃ কোস্টারিকা বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে জয় ছিনিয়ে নিলো জার্মানি। ম্যাচে ৪-২ গোলে জয় পেলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলও তাদের। স্পেনের সঙ্গে গোল ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নিতে হলও তাদের। টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল জার্মানরা। জার্মানির ভাগ্য মূলত নিজেদের হাতে ছিল না।কোস্টারিকাকে হারালেও গ্রুপের অন্য ম্যাচে জাপান স্পেনকে হারালে বাদ পড়তে হতো তাদের। আর তেমনটাই হলও। গ্রুপ ‘ই’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট রাউন্ডে উঠে গেছে জাপান। আর স্পেন উঠেছে রানার্সআপ আপ হয়ে। প্রথমার্ধে সার্জ গানাব্রির গোলে ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় জার্মানি। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় কোস্টারিকা। ৫৮ মিনিটে এলসিন তাজেদার গোলে সমতায় ফেরে কোস্টারিকা। ওয়াটসের শট ফিরিয়ে দেন নয়ার। রিবাউন্ড শটে গোল করেন তাজেদা। জাতীয় দলের হয়ে নয় ম্যাচে এটি তার প্রথম গোল। এরপর একের পর এক আক্রমণে জার্মানির রক্ষণের কঠিন পরীক্ষাই নিয়েছে কোস্টারিকা। যার ধারাবাহিকতায় ৭০ মিনিটে ২-১ গোলে এগিয়ে যায় কোস্টারিকা। জটলার মধ্যে উড়ে আসা বলে ভারগাসের শট নাভাসের পায়ের নিচে দিয়ে জালে জড়ায়। গোলটি নিয়ে অফসাইডের দাবি জানায় জার্মান ফুটবলাররা। তবে ভিএআরে অফসাইড প্রমাণিত হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন