News71.com
 Sports
 15 Dec 22, 12:00 PM
 311           
 0
 15 Dec 22, 12:00 PM

মরক্কান রূপকথার শেষ টেনে ফাইনালে ফ্রান্স।।  

মরক্কান রূপকথার শেষ টেনে ফাইনালে ফ্রান্স।।  

স্পোর্টস ডেস্ক: মরক্কো সেমিফাইনালে খেলবে- বিশ্বকাপ শুরুর আগে এমন কথা কেউ কল্পনাতেও ভেবেছিল? কিন্তু একের পর এক বিস্ময় উপহার দিয়ে প্রথম আফ্রিকান দল হিসেবে তারা উঠে এসেছিল সেমিফাইনালে। কিন্তু তাদের রূপকথা সেমিতেই থামিয়ে দিল ফ্রান্স। সেই সঙ্গে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল ফরাসিরা; যেখানে তাদের অপেক্ষা দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আল বাইত স্টেডিয়ামে আজ ২০২২ কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ২-০ গোলে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই জয়ে ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়ে গেল। আগামী ১৮ ডিসেম্বরের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবেন এমবাপ্পেরা। বাকি সব ম্যাচের মতো ফ্রান্সের বিপক্ষেও শুরু থেকে দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপহার দিয়েছে মরক্কো। কিন্তু শুরুতে এক গোল হজম করেই সর্বনাশ হয় তাদের। গোলটি করেন ফরাসি ডিফেন্ডার থিও এরনঁদেজ। এরপর দ্বিতীয়ার্ধে মরক্কানদের স্বপ্ন ভাঙেন তরুণ ফরাসি স্ট্রাইকার রন্দাল কোলো মুয়ানি। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত মরক্কোর জালে প্রতিপক্ষের কোনো খেলোয়াড় বল জড়াতে পারেননি। একটি গোল (কানাডার বিপক্ষে) হজম করেছিল তারা, সেটিও ছিল আত্মঘাতী। কিন্তু তাদের সেই মজবুত দুর্গ আজ পঞ্চম মিনিটেই ভেদ করল ফ্রান্স। ডান দিক থেকে ঢুকে আতোয়াঁ গ্রিজমানের দিকে বল বাড়ান রাফায়েল ভারানে। তার পাস থেকে বল পেয়ে শট নেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু শট রক্ষণের দেয়ালে বাধা পেয়ে ছয় গজ বক্সে থিও এরনঁদেজের সামনে পড়ে; আর তা থেকে গোল আদায় করে নেন ফরাসি ডিফেন্ডার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন