
নিউজ ডেস্কঃ শ্রেয়াস আয়ারকে ফেরানোর পর বেশ লম্বা সময় করতে হলো অপেক্ষা। ভারত অলআউট হলো চারশ রান ছাড়িয়ে। এরপর নিজেরা ব্যাট করতে নেমেও দিশা খুঁজে পেল না বাংলাদেশ। ৭৫ রানে হারিয়ে ফেললো পাঁচ উইকেট। ব্যাটিং বিপর্যয়ে থেকেই শেষ করলো দিন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। টস জিতে ব্যাট করতে নেমে ৪০৪ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। জবাব দিতে নেমে দ্বিতীয় দিনশেষে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করেছে বাংলাদেশ। ফলো-অন এড়াতে এখনও ৭২ রান দরকার স্বাগতিকদের। ইনিংসের একদম প্রথম বলেই আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ সিরাজের অফ স্টাম্পের সামান্য বাইরের বল শান্তর ব্যাটে লাগলে উইকেটের পেছনে বাঁ দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন ঋষভ পন্থ। বাংলাদেশের ১৪তম উদ্বোধনী ব্যাটার হিসেবে টেস্টে গোল্ডেন ডাক মারেন শান্ত। এরপর ক্রিজে এসে ইয়াসির আলিও থাকতে পারেননি। ব্যাটিং অর্ডারে উন্নতি পাওয়া এই ব্যাটার ১৭ বলে করেছেন ৪ রান। উমেশ যাদবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান তিনি। লাঞ্চের আগে লিটনের ইনিংসও আশা দেখাচ্ছিল বেশ। উমেশ যাদবের ওভারে টানা তিন চার মেরেছিলেন তিনি। সবগুলো শটই ছিল দৃষ্টনন্দন।