News71.com
 Sports
 27 Dec 22, 12:14 AM
 149           
 0
 27 Dec 22, 12:14 AM

দায়িত্ব পেয়েই পাকিস্তান দলে পরিবর্তন আনলেন আফ্রিদি।।

দায়িত্ব পেয়েই পাকিস্তান দলে পরিবর্তন আনলেন আফ্রিদি।।

স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ড সিরিজের আগে বড় পরিবর্তন আনলো পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি)।  রমিজ রাজাকে সরিয়ে চেয়ারম্যান করা হলো নাজাম শেঠিকে। আর চেয়ারে বসেই নাজাম শেঠি শনিবার মোহাম্মদ ওয়াসিমকে সরিয়ে প্রধান নির্বাচকের দায়িত্ব দেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে। নাজাম শেঠির মতোই আফ্রিদিও চেয়ারে বসে পরিবর্তন আনলেন দলে। নিউজিল্যান্ড সিরিজের আগে স্কোয়াডে বাড়ালেন বোলিং বিভাগের শক্তি। কিউইদের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দুই পেসার শাহনেওয়াজ দাহানি ও মির হামজাকে যুক্ত করা হয়েছে পাকিস্তান স্কোয়াডে। অফ স্পিনার সাজিদ খানকেও দলে ভেড়ানো হয়েছে। প্রধান নির্বাচক হয়ে দলে এ তিন সংযুক্তির বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন শহীদ আফ্রিদি। এক বিবৃতিতে বুমবুম খ্যাত তারকা বলেন, ‘ এ বিষয়ে সবাই একমত যে, টেস্টে ২০ উইকেট নেওয়ার সর্বোচ্চ সুযোগ তৈরি করতে আমাদের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করতে হবে। তাই বোলিং বিভাগে অতিরিক্ত তিনজন যোগ করা হয়েছে। এতে বাবর আজমকে প্রথম টেস্টের জন্য সেরা দল সাজাতে আরও বিকল্প ভাবার সুযোগ করে দেবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন