News71.com
 Sports
 27 Dec 22, 02:38 PM
 205           
 0
 27 Dec 22, 02:38 PM

বাংলাদেশের খেলা থাকলে কাউকেই আইপিএলে ছাড়া হবে না।। পাপন

বাংলাদেশের খেলা থাকলে কাউকেই আইপিএলে ছাড়া হবে না।। পাপন

স্পোর্টস ডেস্কঃ আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সুযোগ পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। মোস্তাফিজুর রহমানকে রিটেইন করেছিল দিল্লি ক্যাপিটালস। আর নিলাম থেকে সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও তাদের কতটুকু সময় পাওয়া যাবে, এ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।  বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়াবে মধ্য মার্চ থেকে মে মাস অবধি। এসময় থাকবে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যস্ততা। মার্চে আয়ারল্যান্ড আসবে এক টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে। ফিরতি সফরে এপ্রিলের শেষ দিকে বাংলাদেশ আয়ারল্যান্ডে যাবে তিন ওয়ানডে ও চার টি-টোয়েন্টি খেলতে। মূলত এই সিরিজের জন্যই বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে পুরো সময় পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাকিব ও লিট্ন আবার টেস্ট ফরম্যাটের নেতৃত্বেও আছেন। গতকাল শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও জানালেন, জাতীয় দলের ব্যস্ততা থাকলে ছাড় পাবেন না ক্রিকেটাররা।    

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন