News71.com
 Sports
 14 Jul 16, 11:46 AM
 752           
 0
 14 Jul 16, 11:46 AM

ফ্রান্সের লুকা দিনিয়া এখন বার্সেলোনায়  

ফ্রান্সের লুকা দিনিয়া এখন বার্সেলোনায়   

স্পোর্টস ডেস্ক: পিএসজি থেকে ফরাসি ডিফেন্ডার লুকা দিনিয়াকে দলে ভিড়িয়েছে স্পেনের লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। বার্সেলোনা গতকাল বুধবার তাদের ওয়েবসাইটে বলে যে, ২২ বছর বয়সী এই ফুল-ব্যাকের সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয়েছে।

দিনিয়েকে পেতে ১ কোটি ৬৫ লক্ষ ইউরো খরচ করেছে বার্সেলোনা। আর তার বাই-আউট ক্লজ ৬ কোটি ইউরো। ২০১৩ সালে লিল থেকে পিএসজিতে নাম লেখানো দিনিয়া গত মৌসুমে ধারে এএস রোমাতে খেলেন। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বার্সেলোনার মুখোমুখি হয়েছিলেন তিনি। লিল, পিএসজি ও রোমার হয়ে ১৪৮টি ম্যাচ খেলা দিনিয়ে ৬টি গোল করার পাশাপাশি ১৩টি গোলে সহায়তা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন