News71.com
 Sports
 24 Feb 23, 03:05 PM
 161           
 0
 24 Feb 23, 03:05 PM

অভিমানে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রামোস।।

অভিমানে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রামোস।।

স্পোর্টস ডেস্কঃ বহুবার দলের বিপদের কাণ্ডারি হয়েছেন। রক্ষণে লড়েছেন দৃঢ়চিত্তে। দলকে নেতৃত্ব দিয়েছেন দুঃসময়ে। হার না মানার মানসিকতা সের্হিও রামোসকে তুলেছে ইতিহাস সেরাদের কাতারে। এবার অবশ্য বিদায়টা মেনে নিতেই হচ্ছে স্পেনের এই তারকাকে। আন্তর্জাতিক ফুটবল থেকে অসরের ঘোষণা দিয়েছেন তিনি। দেশের হয়ে দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সঙ্গে রামোসের ট্রফি ক্যাবিনেটে ছিল একটি বিশ্বকাপও। স্পেনের হয়ে রেকর্ড ১৮০টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের কথা জানান রামোস। দীর্ঘ বিদায়ী বার্তায় তিনি লিখেছেন, ‘সময় চলে এসেছে। সময় এসেছে জাতীয় দলকে বিদায় বলার, লা রোহাকেও। আজ সকালে আমি বর্তমান হেড কোচের কাছ থেকে একটি ফোন পেয়েছি। তিনি বলেছেন—আমি তার পরিকল্পনার অংশ নই, ভবিষ্যতেও হবো না—আমি যেমন পারফর্মই করি অথবা ক্যারিয়ারে যা কিছুই অর্জন করি না কেন।’ ‘ভারাক্রান্ত হৃদয়ে এমন এক পথের শেষ করছি—আমি আশা করেছিলাম, যেটা আরও দীর্ঘ হবে এবং আরও ভালো মুখে বিদায় বলতে পারবো, লা রোহার হয়ে যা অর্জন করেছি সেসবকে সঙ্গী করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন