News71.com
 Sports
 24 Feb 23, 03:08 PM
 162           
 0
 24 Feb 23, 03:08 PM

বার্সেলোনাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইউনাইটেড।।

বার্সেলোনাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইউনাইটেড।।

স্পোর্টস ডেস্ক: শুরুটা ভালোই করেছিল বার্সেলোনা। প্রথমার্ধে এগিয়ে থাকা দলটি বিরতির পর খেই হারাল। অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জ্বলে উঠেছেন দুই ব্রাজিলিয়ান। প্রথমে ফ্রেদ এরপর আন্তনির দুর্দান্ত গোলে জয় নিয়ে ইউরোপা লিগের শেষ আট নিশ্চিত করলো রেড ডেভিলসরা। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের শেষ ষোলোর ফিরতি লেগে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইউনাইটেড। প্রথম লেগে ২-২ সমতায় থাকা ক্লাবটি দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। ঘরের মাঠে ইউনাইটেড শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত দলটি। কাসেমিরোর পাস থেকে বল টেনে নিয়ে বক্স থেকে শট নেন ব্রুনো ফের্নান্দেস। তবে ঝাপিয়ে সেটি ঠেকিয়ে দেন টের স্টেগেন। পঞ্চদশ মিনিটে বক্সে বালদেকে ফাউল করেন ফের্নান্দেস। তাৎক্ষণিক পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে শট নেন লেভানডোভস্কি। লাফিয়ে বলের নাগাল পেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি দে হেয়া; বল জড়ায় জালে।  ৩৬তম মিনিটে কাসেমিরোর পাওয়া ক্রস ভলিতে জালে পাঠানোর চেষ্টা করেন ফ্রেদ। বল অবশ্য জালের উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধান আরও বাড়াতে পারত বার্সা। দে হেয়ার ভুলে বক্সের কাছেই বল পেয়ে যান সের্হিও রবের্তো। তবে তার শট অসাধারণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন কাসেমিরো। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন