স্পোর্টস ডেস্ক: চলতি বছরের আগস্টেই শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক। ফুটবলের দেশ ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে ৫ আগস্ট শুরু হবে বিশ্বব্যাপী এই আসর।
আর অলিম্পিককে সামনে রেখে গান লিখখেন দেশটির সবচেয়ে বড় তারকা পেলে। এমনকি নিজেই সুর বেধে গানটি গাইলেন ৭৫ বছরের এই তারকা। নাম ‘এসপারাঙ্কা’।
এক টুইটবার্তায় পেলে বলেন ‘আমি অলিম্পিকের জন্য এসপারাঙ্কা নামের একটি গান লিখেছি এবং গেয়েছি। আগামী ১৫ই জুলাই আমি তা সবার সঙ্গে ভাগ করে নেব।' পেলে তিনবার ফুটবল বিশ্বকাপ জিতলেও, অলিম্পিক ফুটবলে এখনও সোনা জিততে পারেনি ব্রাজিল।
I wrote and recorded a song called "Esperança" for the Olympics. I can't wait to share it with you, July 15th! pic.twitter.com/DJa8LpmvBM
— Pelé (@Pele) July 12, 2016