স্পোর্টস ডেস্কঃ সাকিব আল হাসান এবার ঢাকা প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। যদিও তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে শুরু থেকেই। ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে ১৫ মার্চ। সুপার লিগের খেলাগুলো হবে ঈদের পর। ১৮ মার্চ থেকে বাংলাদেশ দল ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। সে সিরিজ শেষ হতে না হতেই ইংল্যান্ড সফরে যাবে ওয়ানডে দল। সেখানে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও সাকিবের খেলার কথা কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
এসব বিষয় বিবেচনায় নিয়ে তাই সাকিবের খেলায় অনিশ্চয়তা অনেক। শনিবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে মোহামেডানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ক্রিকেটাররা। এরপর সাকিবের কাছে জানতে চাওয়া হয় তার খেলা নিয়ে। তিনি বলেন, ‘চেষ্টা থাকবে সবগুলো ম্যাচ খেলার। মাহবুব ভাই যেটা বললেন, জাতীয় দলের কমিটমেন্ট আছে, আইপিএল আছে। এর মাঝখানে চেষ্টা করবো যথাসম্ভব দলের সঙ্গে থাকার ও ম্যাচগুলো খেলার।’ গত দুই মৌসুম ধরে ভালো দল গড়েও সাফল্য পায়নি মোহামেডান। মূলত জাতীয় দলের তারকারা ব্যস্ততার জন্য খেলতে পারেননি, দলটিও ভালো খেলতে পারেনি। সাকিব বলছেন, এবার দল হিসেবে ভালো খেলতে চান তারা।