স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মতো আয়োজিত নারীদের আইপিএলখ্যাত উইমেন’স প্রিমিয়ার লিগের ফাইনালে উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্স উইমেন। শুক্রবার (২৪ মার্চ) এলিমিনেটরের লড়াইয়ে ইউপি ওয়ারিয়র্স উইমেনকে হারিয়ে শিরোপার মঞ্চে পা রেখেছে হারমানপ্রীত করের দল।মুম্বাইয়ের দিয়াই পাতিল স্টেডিয়ামে ইউপিকে ৭২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে মুম্বাই। ব্যাট ও বল হাতে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন ইংলিশ অলরাউন্ডার ন্যাট শিভার ব্রান্ট।টস হেরে ব্যাট করতে নেমে ন্যাট শিভারের ৭২ রানে ভর করে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করায় মুম্বাই। জবাবে ব্যাট করতে নেমে ১৪ বল বাকি থাকতে ১১০ রানে অলআউট হয় ইউপি। ইউপির হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন কিরণ নাগভিরে।
ওপেনিংয়ে ৩১ রানের জুটি গড়ে মুম্বাই। ১৮ বলে ২১ রান করে ইয়াস্তিকা ভাটিয়া ফিরলে খেলার গতি কিছুটা কমে। হেলি ম্যাথিউস ফেরেন ২৬ রান করে। খুব একটা রান পাননি হারমানপ্রীত করও, ১৪ রান করে ফিরেছেন ভারতীয় অধিনায়ক। চতুর্থ উইকেটে অ্যামেলিয়া কর এবং ন্যাট শিভার মিলে গড়েন ৬০ রানের জুটি। ১৯ বলে ২৯ রান করে কর ফিরলেও অপরাজিত থেকেই ইনিংস শেষ করেন শিভার। ১১ রান করে অপরাজিত ছিলেন পূজা ভাস্ত্রকরও। তাতে ১৮২ রানের সংগ্রহ পেয়ে যায় মুম্বাই।