স্পোর্টস ডেস্কঃইনজুরি থেকে ফিরে প্রায় পাঁচমাস পর প্রথমবার আর্সেনালের প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। একাদশে ফিরেই জোড়া গোল করে গানারদের এনে দিয়েছেন বড় জয়। তাতে ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধানটা ধরে রাখল শীর্ষে থাকা দলটি।
এমিরেটস স্টেডিয়ামে শনিবার (১ এপ্রিল) লিডস ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে আর্সেনাল। গ্যাব্রিয়েল জেসুস ছাড়াও গোল করেন বেন হোয়াইট ও গ্রানিত জাঁকা। লিডসের পক্ষে একমাত্র গোলটি করেন রাসমুস ক্রিস্টেনসন। বিরতি শেষে এদিনই প্রথম মাঠে নেমেছিল প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। নিজেদের মাঠে ৩৫ মিনিটেই লিড পায় গানাররা। লিডসের ডি-বক্সে ফাউলের শিকার হয়েছিলেন জেসুস। স্পটকিকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কাতার বিশ্বকাপে হাঁটুর ইনজুরিতে দল থেকে ছিটকে পড়ার পর গত মাসের মাঝামাঝি মাঠে ফেরেন তিনি। এর আগে আর্সেনালের হয়ে তিনটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামলেও এদিনই প্রথম শুরু থেকে খেললেন।দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন বেন হোয়াইট। এর ৮ মিনিট পরই ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন জেসুস।৭৬ মিনিটে গোল করে ব্যবধান কমান রাসমুস ক্রিস্টেনসন। তবে ৮ মিনিট পর ফের ব্যবধান বাড়ায় আর্সেনাল। এবার গোল করেন গ্রানিত জাঁকা।