News71.com
 Sports
 06 Apr 23, 11:53 AM
 211           
 0
 06 Apr 23, 11:53 AM

রোমাঞ্চ তৈরি করেও পাঞ্জাবের বিপক্ষে জেতা হয়নি রাজস্থানের।।

রোমাঞ্চ তৈরি করেও পাঞ্জাবের বিপক্ষে জেতা হয়নি রাজস্থানের।।

স্পোর্টস ডেস্ক: গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দেওয়া পাঞ্জাব কিংস আজ শুরুটা করে দুর্দান্ত। দুই ওপেনারের ব্যাটিং নৈপুণ্যে সংগ্রহ নিয়ে যায় দুইশর কাছাকাছি। জবাব দিতে নেমে ব্যাট হাতে ভালো করতে পারেনি রাজস্থান রয়্যালসের টপ-অর্ডার ব্যাটাররা। শেষদিকে শিমরন হেটমায়ার ও দ্রুব জুরেল লড়াই করলেও দলকে এনে দিতে পারেনি জয়। 

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম ম্যাচে ৫ রানের জয় পায় পাঞ্জাব। গৌহাটিতে আজ টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৭ রানের বড় সংগ্রহ পায় শিখর ধাওয়ানের দল। জবাব দিতে নেমে ১৯২ রানেই থেমে যায় রাজস্থান। শিখর ধাওয়ান ও প্রবসিমরান সিংয়ের ব্যাটে দারুণ শুরু পায় পাঞ্জাব। এই দুই ব্যাটার ওপেনিংয়ে গড়েন ৫৮ বলে ৯০ রানের জুটি। ২৮ বলে অর্ধশতক পূর্ণ করেন প্রবসিমরান। আর শিখর ধাওয়ানের লাগে ৩৬ বল। দশম ওভারে প্রবসিমরানকে ৬০ রানে বিদায় গড়ে এই জুটি ভাঙেন জ্যাসন হোল্ডার। এরপর ব্যাট করতে নেমে ধাওয়ানের ব্যাট থেকে উড়ে আসা বল লেগে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ভানুকা রাজাপক্ষে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন