News71.com
 Sports
 09 Apr 23, 12:15 PM
 204           
 0
 09 Apr 23, 12:15 PM

রাহানে ঝড়ে মুম্বাইকে হারালো চেন্নাই।।

রাহানে ঝড়ে মুম্বাইকে হারালো চেন্নাই।।

স্পোর্টস ডেস্কঃ সাধারণত ব্যাকরণ মেনেই ব্যাটিং করেন আজিঙ্কা রাহানে। কিন্তু আজ দেখা গেল তার রুদ্রমূর্তি। ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছেন ভারতীয় এই ব্যাটার। তুলে নিয়েছেন চলতি আসরের দ্রুততম ফিফটি। তার এমন ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালো চেন্নাই সুপার কিংস। ২০২৩ আইপিএলের দ্বাদশ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল গত আসরের পয়েন্ট টেবিলের একদম নীচে থাকা দুই দল। কিন্তু গতবারের ভুল থেকে একটি দল যে ভালোভাবেই শিক্ষা নিয়েছে তার দেখা মিললো ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মুম্বাই হারের বৃত্তে আটকে গেলেও চেন্নাই ঠিকই টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। আজকের ম্যাচে তাদের জয়টা এসেছে ৭ উইকেটে। 

 

শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করেছিল মুম্বাই। রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনারের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তেমন কিছুই করতে পারেননি মুম্বাইয়ের বড় বড় সব তারকা ব্যাটাররা। অধিনায়ক রোহিত শর্মা ১৩ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেললেও অন্যরা তার সঙ্গে তাল মিলিয়ে রান তুলতে পারেননি। ২১ বলে সর্বোচ্চ ৩২ রান এসেছে আরেক ওপেনার ঈশান কিষাণের ব্যাট থেকে। আর ২২ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন টিম ডেডিড। এছাড়া বলার মতো রান পেয়েছেন তিলক ভার্মা (২২) এবং ঋত্বিক শোকিন (১৮*)। বল হাতে চেন্নাইয়ের জাদেজা ৪ ওভারে ২০ রান খরচে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট ঝুলিতে পুরেছেন তুষার দেশপান্ডে এবং স্যান্টনার। বাকি উইকেট মাগালার। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন