News71.com
 Sports
 12 Apr 23, 10:04 AM
 163           
 0
 12 Apr 23, 10:04 AM

মোস্তাফিজকে ফিরিয়েও হারের বৃত্তেই দিল্লি।।

মোস্তাফিজকে ফিরিয়েও হারের বৃত্তেই দিল্লি।।

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ বাইরে থাকার পর দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা মিলেছিল মোস্তাফিজুর রহমানের। আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন এই বাঁহাতি পেসার। মোস্তাফিজের না খেলা প্রথম তিন ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি দিল্লি। এবার তাকে খেলিয়েও জয়ের মুখ দেখা হলো না দলটির। তবে বল হাতে ঠিকই ছাপ ফেলেছেন মোস্তাফিজ।

 

আইপিএলের ১৬তম ম্যাচে আজ ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে ৬ উইকেটে হেরেছে দিল্লি । শুরুতে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও অক্ষর প্যাটেলের ফিফটিতে সব উইকেট হারিয়ে ১৭২ রানের সংগ্রহ পায় দিল্লি। জবাবে শেষ বলে রোমাঞ্চকর জয় তুলে নেয় মুম্বাই। টানা দুই ম্যাচ হারা মুম্বাই এই ম্যাচ দিয়ে জয়ে ফিরলো। অন্যদিকে দিল্লি রইলো হারের বৃত্তেই।  আগের ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন আনে দিল্লি।। ইনজুরিতে পড়া খলিল আহমেদের জায়গা ইয়াশ ঢুল এবং রাইলি রুশোর পরিবর্তে সুযোগ পেয়েছেন মোস্তাফিজ। টস হেরে আগে ব্যাটিং করতে নামে দিল্লি। ব্যাট হাতে এক বল মোকাবিলাও করেন দ্য ফিজ। করেন ১ রান। তবে এর আগে অধিনায়ক ওয়ার্নার ও অক্ষর মিলে দলের সংগ্রহকে লড়াই করার মতো অবস্থায় নিয়ে যান। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন