News71.com
 Sports
 20 Apr 23, 09:54 AM
 180           
 0
 20 Apr 23, 09:54 AM

ড্র করেও সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি-ইন্টার মিলান।।

ড্র করেও সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি-ইন্টার মিলান।।

স্পোর্টস ডেস্ক: একের পর এক সুযোগ হারিয়ে বিরতির পর গিয়ে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে নেন আর্লিং হালান্ড। কিন্তু বায়ার্ন মিউনিখও সমান তালে আক্রমণ করতে থাকে।শেষদিকে গিয়ে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান জসুয়া কিমিচ। তবে প্রথম লেগে ৩-০ ব্যবধানে হারার কারণে সেমিফাইনালে যাওয়া হয়নি তাদের।

 

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আজ বায়ার্নের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে ম্যানচেস্টার সিটি। ফলে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে দলটি।  একই রাতের আরেক ম্যাচে সান সিরোতে বেনফিকার সঙ্গে ৩-৩ ব্যবধানে ড্র করে ইন্টার মিলান। প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকায় ৫-৩ ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। ফিরতি লেগে বেনফিকার হয়ে গোল করেন ফ্রেডরিক অরসনেস, আন্তনিও সিলভা ও পিটার মুসা। আর ইন্টারের হয়ে গোল পান নিকোলো বারেল্লা, লাওতারো মার্তিনেস ও জোয়াকিন কোরোয়া।  ঘরের মাঠে শুরু থেকেই নিজেদের ধাপট দেখাতে থাকে বায়ার্ন মিউনিখ। একের পর এক আক্রমণ চালাতে থাকে। সুফলও পেতে যাচ্ছিল তারা। সপ্তদশ মিনিটে বল নিয়ে এগিয়ে যান সানে। তবে বক্সে এসে এডারসনকে উতরে যেতে পারেননি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন