স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে ঝড় তুলেছিলেন রোহিত শর্মা, ক্যামেরন গ্রিন এবং সূর্যকুমার যাদব। শেষদিকে বিধবংসী ব্যাটিংয়ে সম্ভাবনা জাগিয়েছিলেন টিম ডেভিডও। আর তাতে বিশাল লক্ষ্য পার করার স্বপ্ন দেখছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু আর্শদীপ সিংয়ের বোলিং ঝলকে বাজিমাত করল পাঞ্জাব কিংস। আইপিএলের ৩১তম ম্যাচে আজ পাঞ্জাব ১৩ রানের জয় তুলে নিয়েছে। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাঞ্জাব। জবাবে ৬ উইকেট হারিয়ে ২০১ রান তুলতে পারে মুম্বাই। এই ছয় উইকেটের ৪টিই তুলে নিয়েছেন পাঞ্জাবের পেসার আর্শদীপ সিং। এর মধ্যে শেষ ওভারেই শিকার করেছেন টানা দুই উইকেট।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ওপেনার ঈশান কিষাণের (৪) উইকেট হারালেও রোহিত শর্মা ও ক্যামেরন গ্রিনের ব্যাটে ঘুরে দাঁড়ায় মুম্বাই। দুজনেই পাঞ্জাবের বোলারদের নাস্তানাবুদ করে ছেড়েছেন। রোহিত ফিফটির দেখা না পেলেও খেলেছেন ২৭ বলে ৪৪ রানের দারুণ এক ইনিংস। তবে অধিনায়কের বিদায়েও চাপে পড়েনি স্বাগতিকরা। বরং সূর্যকুমার যাদব এসেই আগ্রাসী ব্যাটিংয়ে পাঞ্জাবের বোলিং লাইনআপ তছনছ করে দেন। মাত্র ২৩ তুলে নেন ফিফটি, যা টি-টোয়েন্টিতে তার দ্রুততম। অপরপ্রান্তে যোগ্য সঙ্গ দেন গ্রিন। তিনিও পান ফিফটির দেখা। ৪৩ বলে ৬৭ রানের দারুণ এক ইনিংস খেলে গ্রিন বিদায় নেওয়ার পর আরও বেশি করে হাত খুলে খেলতে থাকেন সূর্য।