News71.com
 Sports
 06 May 23, 11:56 AM
 141           
 0
 06 May 23, 11:56 AM

চ্যাম্পিয়ন্স লিগের আশা ছেড়ে দিয়েছে লিভারপুল।।

চ্যাম্পিয়ন্স লিগের আশা ছেড়ে দিয়েছে লিভারপুল।।

স্পোর্টস ডেস্কঃ গত কয়েকটা বছর স্বপ্নের মতো কাটিয়েছে লিভারপুল। সর্বশেষ মৌসুমেও সুযোগ ছিল চারটা শিরোপা জেতার। শেষ পর্যন্ত তা না হলেও কারাবাও কাপ আর এফএ কাপের শিরোপাটা ঠিকই ঘরে তুলেছিল তারা। চ্যাম্পিয়ন্স লিগ আর প্রিমিয়ার লিগে হয়েছিল দ্বিতীয় সেরা। এককথায়, গত বছর ইউরোপের ক্লাবগুলোর মধ্যে প্রায় সেরা অবস্থানে ছিল ইয়ুর্গেন ক্লপের দল। এক মৌসুমের ব্যবধানে ব্যাপারটা পুরোপুরি বদলে গেল। রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগে বাদ পড়ার পর এফএ কাপ থেকেও বাদ ক্লপের দল। লিগ টেবিলে কয়েকদিন আগেও আট-নয়ে থাকলেও টানা জয়ে এখন কিছুটা উন্নতি হয়েছে। তবে তাতে শিরোপা জয় তো দূরের কথা আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পাওয়াই দুষ্কর।

 

দলের অবস্থান যে ভয়াবহ সেটা মানছেন কোচ ইয়ুর্গেন ক্লপ নিজেও। তাই চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা অনেকটা ছেড়েই দিয়েছেন এই কোচ।  ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে কথা বলেন তিনি।  ক্লপের মতে, 'অন্য দলগুলো অনেক ভালো অবস্থানে আছে, যতক্ষণ তারা নিজেদের ম্যাচ জিতবে, ততক্ষণ আমাদের কোনো সুযোগ নেই।' লিগে ৩৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লিভারপুল। সব জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৭১। চারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড তাদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছে। ম্যানচেস্টারের দলটি আবার একটি ম্যাচ কম খেলেছে। তাই আগামী পাঁচ ম্যাচে টেন হাগের দল স্রেফ ৮ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাবে লিভারপুল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন